বন্যার আগেই ফসল ঘরে উঠাতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বন্যার আঘাতের আগেই ফসল কৃষকের ঘরে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
রোববার পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, এবার বোরোর ভালো ফলন হয়েছে। যা বন্যা আসার আগেই ঘরে তুলতে হবে। প্রয়োজনে উৎসাহিত করা হবে স্থানীয় দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রম।
একই সঙ্গে বর্ষার আগেই আমাদের প্রকল্পগুলো বিশেষ করে হাওর এলাকার বাঁধগুলোর দিকে মনোযোগী হতে হবে।
বর্তমানের মহামারি করোনা ভাইরাস পাদুভাব বিষয়টি উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, এবারের বোরো ফসল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজনে ফসল কাটা শ্রমিকদের এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যেতে হবে। বাড়তি পারিশ্রমিকের পাশাপাশি শ্রমিকদের ত্রাণের আওতায় আনার জন্য স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করি।
নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যসচেতনতা বজায় রেখে ফসল কাটাসহ অন্য প্রকল্পের কাজ অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রীর বাস্তবিক সিদ্ধান্তে আশা করি দ্রুতই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো।
নিউজবাংলাদেশ.কম/এমজেড/এসএইচ