News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ১৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৮, ২১ এপ্রিল ২০২০

২৪ ঘণ্টায় শনাক্ত ৩০৬, মৃতের সংখ্যা বেড়ে ৮৪: আইইডিসিআর

২৪ ঘণ্টায় শনাক্ত ৩০৬, মৃতের সংখ্যা বেড়ে ৮৪: আইইডিসিআর

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯ জনের মৃত্যু হওয়ায় শনিবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া নতুন করে ৩০৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল জানানো হয় এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০০ জনের বেশি। বাকিরা বাসায় বা কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন। আইসিইউ সাপোর্ট নিয়েছেন ২৭ জন।

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২২ লাখ ৫০ হাজার ৭৫২ জন। এদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ২৫ হাজার ৩৪৬ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ১৩৬ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৭১ হাজার ১৪৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৫৪ হাজার ২৬১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়