News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ১৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৭, ১৯ এপ্রিল ২০২০

ত্রাণ দুর্নীতির চার্জশিট দ্রুত, শাস্তি কঠোর: দুদক চেয়ারম্যান

ত্রাণ দুর্নীতির চার্জশিট দ্রুত, শাস্তি কঠোর: দুদক চেয়ারম্যান

সরকারি ত্রাণ আত্মসাতকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

একই সঙ্গে বলেন, ত্রাণ কাজে দুর্নীতি করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার গনমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, সারা দেশে জাতির এই সংকটময় মুহুর্তে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ত্রাণ বা অন্য কোন সহায়তা নিয়ে কেউ নয় ছয় করবেন না। তারপরও কিছু ব্যক্তি তাদের লোভ সামলাতে পারছেন না। কমিশনের নিজস্ব গোয়েন্দাসহ বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের কয়েকটি জায়গায় ত্রাণের চাল যথাস্থানে রাখা হয়নি, তালিকা প্রস্তুতিতে অনিয়ম-দুর্নীতি বা ত্রাণ আত্মসাতের ঘটনা ঘটেছে।

আরও বলেন, এই পর্যন্ত ঢাকা, মানিকগঞ্জ এবং বগুড়ার চারটি ঘটনায় ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই কমিশন থেকে এসব মামলার তদন্ত সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

দুদক দ্রুত আসামিদের শাস্তি নিশ্চিত করতে প্রসিকিউটিং সংস্থা হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই দায়িত্ব পালন করবে। অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে দুদক এ জাতীয় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের গোয়েন্দারা কাজ করছে বলেই আমরা রিপোর্ট পাচ্ছি। দুদকের ২২টি সজেকা সার্বিকভাবে প্রস্তত রয়েছে। গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিদ্যমান করোনা মহামারী নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, জাতির এই ক্রান্তিকালে সম্মিলিত প্রয়াস ছাড়া এ জাতীয় মহামারী নিয়ন্ত্রণ করা কঠিন ।

ভবিষ্যৎ ত্রাণ কার্যক্রম নিয়ে কমিশনের বক্তব্য জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, অতীতে আমরা বারবার স্মরন করিয়ে দিয়েছি ত্রাণ কাজে দুর্নীতি করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

আজও বলছি ত্রাণ কাজে অন্যায় করলে মামলা বা গ্রেফতারের মতো আইনি কার্যক্রম চলবে এবং দ্রুততর সময়ে চার্জশিট দাখিল করে অপরাধীদের শাস্তি নিশ্চিত কল্পে বিচারিক কর্মপ্রয়াসে দুদক সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে। এ জাতীয় অপরাধীদের শাস্তি নিশ্চিতকল্পে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করবে দুদক।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়