News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৩, ১৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৬, ১৯ এপ্রিল ২০২০

সেব্রিনা কোয়ারেন্টাইনে

আইইডিসিআরের ৬ জন করোনা আক্রান্ত

আইইডিসিআরের ৬ জন করোনা আক্রান্ত

আইইডিসিআর’র ৬ জন করোনা আক্রান্ত হওয়ার পর সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা (ফাইল ফটো)

রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, চার টেকনোলজিস্ট বাদে বাকি দুজনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ।
দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকসহ ৫০ জন মারা গেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়