News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ১৯ এপ্রিল ২০২০

শেরপুর লকডাউন

শেরপুর লকডাউন

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শেরপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক।

গত বুধবার রাত ১০টার দিকে ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’ শেরপুরের সিদ্ধান্তক্রমে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়, বুধবার রাত ১০টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা লকডাউন ঘোষণা করা হলো। এ জেলা থেকে প্রস্থান এবং জেলায় প্রবেশ নিষিদ্ধ করে জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে যাতায়াত নিষিদ্ধ করা হয়। 

তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সংগ্রহ ও সরবরাহ এ নির্দেশনার আওতার বাইরে থাকবে। এছাড়াও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আগে জারিকৃত অন্য আদেশ বহাল থাকার বিষয়টিও বলা হয়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এরমধ্যে শেরপুর সদরে ৩ জন, ঝিনাইগাতিতে ৪ জন, নালিতাবাড়ীতে একজন ও শ্রীবরদীতে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়