যশোরে আইনশৃঙ্খলার অবনতি, মাদককে কেন্দ্র করে যুবক খুন
যশোরে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। জেলার প্রতিটি স্থানে পূর্বের ন্যায় মাদক ব্যবসা ও খুনখারাবি বেড়েই চলেছে। যশোর শহরের প্রতিটি অলি-গলিতে মাদক ব্যবসায়ী ও মাদক গ্রহণকারীরা পূর্বের চেহারায় ফিরে এসেছে।
বুধবার রাতে যশোর ভেকুটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় রাসেল (২৩) নামে এক যুবক খুন হয়েছে। এঘটনায় গুরুতর অবস্থায় রাসেলের বড় ভাই আলামিনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য গত দু’তিন ধরে স্থানীয় সংবাদ মাধ্যমে মাদক গ্রহণও বেচাকেনা নিয়ে ভিডিওসহ সংবাদ প্রকাশ পায়। তার পরেও পুলিশের তৎপরতা লক্ষ করা যায়নি। যার ফলে মাদক ব্যবসায়ীরা আরো ব্যাপরোয়। এক পর্যায়ে রাতেই রাসেলকে মাদক ব্যবসায়ীরা হত্যা করলো। তবে পুলিশের দাবি, শত্রুতার জেরে রাসেলকে হত্যা করা হয়েছে। নিহত রাসেল ভেকুটিয়া শ্মশানপাড়ার আবু সালেকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাসেলের হত্যাকারীরা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের সন্দেহে, মাদক ব্যবসার বিষয়টি রাসেল পুলিশকে সহযোগিতা করে। বুধবার রাত ১০টার দিকে রাসেল রাস্তায় দাড়িয়ে ছিল। এসময়ে মাদক ব্যবসায়ী শামিনুরও পিচ্চি বাবু রাসেলকে সেখান থেকে চলে যেতে বলে। রাসেল সেখান থেকে না যাওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে কিছু সময় পরে শামিনুরও পিচ্চি বাবু রাসেলের বাড়ির মটরসাইকেলযোগে এসে রাসেল ও আলামিনকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়দরে সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, তার মাথায় ও বুকে কোপের আঘাতে অতরিক্তি রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার ভাইকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতয়ালী থানার অফিস ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, হত্যা ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করছে। এর পরেই পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি জানান।