লক্ষ্মীপুরে ঘরে-ঘরে গিয়ে ভালোবাসার উপহার
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষদের ঘরে-ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে মেসার্স মোস্তফা এন্ড কোং লি.।
প্রতিষ্ঠানের প্রধান মশিউর রহমান সোহান বলেন, গত কয়েকদিন ধরে টানা ত্রাণ দেওয়া হচ্ছে। এই সহযোগিতা বিতরণে অবশ্য কোনও জমায়েত যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে নিম্নবিত্ত ও অসহায় শ্রেণির পরিবারের মধ্যে ডাল, ডাল, আলু, পেয়াজ, তৈল সহ খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে।
মশিউর রহমান জানান, গত সোমবার, মঙ্গল ও আজ বুধবার দিন-রাত উপজেলার শেখপুর, উত্তর চন্ডিপুর, দক্ষিন চন্ডিপুর, বিঞ্চভল্লবপুর, শৈলখালী, বদরপুর, শ্যামপুর, শৌশালিয়া, জয়দেবপুর ও পৌর রতনপুর গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তার প্রতিষ্ঠানের খাদ্যপণ্য সিএনজি এবং মোটরসাইকেল যোগে ডাল, ডাল, আলু, পেয়াজ, তৈল সহ খাদ্যসামগ্রীর প্যাকেট নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের ঘরে পৌছে দেয়।
খাদ্য সামগ্রী বিতরণ কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেন সাংবাদিক আবু তাহের ও বেলায়েত হোসেন বাচ্চু।
তিনি জানান, ‘ভালোবাসার উপরহার’ নামে প্যাকেটে খাদ্য সামগ্রী অত্যান্ত গোপনীয়তার সঙ্গে পৌঁছে দেওয়া হয়। ইতোমধ্যে অন্তত তিনশ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন করেছে মোস্তফা এন্ড কোং।
নিউজবাংলাদেশ.কম/এনডি