মানসম্পন্ন পণ্য বিক্রি নিশ্চিত করতে বিএসটিআইয়ের অভিযান
আসন্ন পবিত্র রমজানের আগে এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে খোলা বাজারে স্বাস্থ্য ও মানসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্রে আজ সার্ভিল্যান্স টিম পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার বিএসটিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্ভিল্যান্স টিম পরিচালনাকালে খোলা বাজার ও সুপার শপে বিএসটিআই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। ঢাকা মহানগরীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সুপার শপে সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসাবে মিনাবাজার, আগোরা, স্বপ্ন, প্রিন্স বাজার ইত্যাদি সুপার শপে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানগুলকে আসন্ন রমজানে জনসাধারণ যাতে স্বাস্থ্য ও মানসম্পন্ন পণ্য ক্রয় ও ব্যবহার করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়। বিএসটিআইয়ের এরূপ অভিযান অব্যহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এমজেড/এসএইচ