News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২০, ১৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৬, ১৮ এপ্রিল ২০২০

টেস্ট বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

টেস্ট বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে আরও বেশি করে টেস্টের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এর বিকল্প নেই।

তিনি বলেন, টেস্টিং বৃদ্ধি করা গেলে আক্রান্ত মানুষগুলো শনাক্ত হবে ও ভাইরাসটি বেশি ছড়াতে পারবে না। এক্ষেত্রে তথ্য না লুকিয়ে সবাইকে করোনা টেস্ট করতে এগিয়ে আসতে হবে।

বুধবার দুপুরে নিজ বাসভবন থেকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, করোনার লক্ষ্মণ দেখা দিলে তা না লুকিয়ে বেশি বেশি টেস্ট করতে হবে। সরকারের হাতে পর্যাপ্ত টেস্টিং কিট রয়েছে। আরও কিট আনা হচ্ছে।

ইতিমধ্যে ১৪ হাজার ৮৬৮টি পরীক্ষা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২১৯ জনের করোনা পজিটিভ এসেছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আবেগঘণ কণ্ঠে মন্ত্রী বলেন, চিকিৎসা সেবা দিতে গিয়ে একজন সম্ভাবনাময় চিকিৎসকের মৃত্যু ভীষণ কষ্টের। তার মৃত্যু আমার নিজের ভাইয়ের মৃত্যুসম কষ্টের।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ গোটা দেশবাসী কষ্ট পেয়েছেন এবং ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন, যোগ করেন তিনি।

ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী মৃত্যুবরণ করা চিকিৎসকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত অবস্থায় একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত অনুদান দ্রুততম সময়ের মধ্যে মৃত চিকিৎসকের পরিবারের কাছে পৌঁছে দেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্বাস্থ্যমন্ত্রীর অনলাইন ব্রিফিংয়ের সময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়