News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৩, ১৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২১, ৯ জুন ২০২০

ওয়াসফিয়া নাজরিন করোনামুক্ত

ওয়াসফিয়া নাজরিন করোনামুক্ত

বাংলাদেশি পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে ছিলেন। এর আগে করোনায় আক্রান্ত তার অভিজ্ঞতা শেয়ার করে পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগের মধ্যমে। এবার তিনি নিজেই জানালেন করোনা মুক্ত হবোর কথা।

বুধবার তার ফেসবুক টাইমলাইনে এক পোস্টে তিনি এক কথা জানান।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে ওয়াসফিয়া জানান- যদিও অন্য যে কোন সময়ের তুলনায় আজকে মন খুবই খারাপ, অতিমাত্রায় বাংলাদেশকে ও সবাইকে মিস করছি, মিস করছি শাড়ি পড়ে উৎসব আয়োজনে যোগ দেয়া... তবুও আজকের দিনে একটা ভালো খবর শেয়ার করি: একটা টেস্টের অনুযায়ী জানতে পারলাম আমার শরীর থেকে আপাতত কোভিড ভাইরাসের বিদায় ঘটেছে। 

তিনি জানান, ডাক্তার ভাই বললেন, গত তিন দিন ধরে আমি ভাইরাস মুক্ত। যদিও রক্ত এবং বুকের ইনফেকশন টেস্ট করানোর অপেক্ষায় আছি এখনো… (কারণ কিছু কিছু ক্ষেত্রে অল্প দিনে এই ভাইরাস ফেরত আসতে দেখা গেছে) কিন্তু এখন, এই মুহূর্তে আমি ভাইরাস মুক্ত… নিউমোনিয়া সংশ্লিষ্ট রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়াটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, এক্স-রে রেসাল্ট আসলে বুজবো পুরা হিসাব। তাই নিজের ১০০% ফিরে আসতে আমার এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ ক্লান্তিকর যাত্রায় আমার পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমি। 

পৃথিবীর প্রতিটি কোণা থেকে পাঠানো আপনাদের দোয়া আর ভালোবাসা আমি অনুভব করতে পেরেছি ও পারছি... আজ প্রথমবারের মত (ডাক্তার থেকে অনুমুতি পাওয়ার পর) প্রচন্ড কান্তি থাকা সত্ত্বেও, নিজের ভেতরের সমস্ত শক্তি একত্র করে প্যাসিফিক সাগরের তীর ধরে হেঁটে আসলুম। ঠান্ডা অনুভব করার আগ পর্যন্ত কিছুক্ষণ মেডিটেশন করে ঘরে ফিরলুম। সামিট পৌঁছানোর যেমন কোন শর্টকাট নেই … আমি আপাতত সন্তুষ্ট যে একের পর এক ঝড় আর ধ্বস অতিক্রম করে অন্তত বেজক্যাম্পে পৌঁছাতে পেরেছি। নতুন বছরে মুছে যাক সকল প্রকার গ্লানি.. সবাইকে অনেক অনেক কোভিড মুক্ত ভালোবাসা 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়