News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৩, ১৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:৩০, ১৭ এপ্রিল ২০২০

যশোরে পিস্তল গুলিসহ যুবক আটক

যশোরে পিস্তল গুলিসহ যুবক আটক

যশোরে পিস্তল গুলিসহ শাহ আবিদ কামরান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার  সন্ধা ৬টার দিকে জেলার অভয়নগর উপজেলার পীরবাড়ি সদ্দার ফিলিং স্টেশনের নিকট থেকে যশোর র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে । পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি আমেরিকার তৈরি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। আটক আবিদ কামরান ওই এলাকার শাহ্ ফরিদ জাহাঙ্গীরের ছেলে।
যশোর র‌্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শাহ্ আবিদ কামরানকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। রাতেই অভয়নগর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তন্তর করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়