News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৬, ১৪ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৯, ১৭ এপ্রিল ২০২০

সংসদের সপ্তম অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে

সংসদের সপ্তম অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে

সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে একাদশ সংসদের সপ্তম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ১৮ এপ্রিল।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ এপ্রিল (শনিবার) এ সপ্তম অধিবেশন আহ্বান করা হয়েছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এতে সাংবাদিকদের সশরীরে সংসদে না গিয়ে বরং নিজেদের জায়গায় থেকে সংসদ টেলিভিশনে সরাসরি প্রচারিত অধিবেশন দেখে সংবাদ করতে বলা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি ষষ্ঠ অধিবেশন শেষ হওয়ার ৬০ দিন বিরতির পর চলতি ২০২০ সালের এ দ্বিতীয় অধিবেশন শনিবার বিকাল ৫টায় শুরু হবে।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন বসার মাঝে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৬ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অধিবেশন মাত্র এক দিন বসতে পারে এবং প্রথম বসাতে শোক প্রস্তাব গ্রহণের পরই তা মুলতবি হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়