বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কোচের চাপায় মা-মেয়েসহ সিএনজি অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। শেরপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ হাসেমী জানান, "উপজেলার সুঘাট ইউনিয়নের চোমর পাথালিয়া বাজার থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি বৃহস্পতিবার দুপুরে শেরপুরে আসার পথে মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী যাত্রীবাহী কোচ শাহ ফতেহ আলী পরিবহণের সাথে এ দুর্ঘটনা ঘটে। এতে কোচের চাপায় ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মা বেহারন বিবি(৭০)মারা যায়। সে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের আয়েন উদ্দিন শেখের স্ত্রী।
তিনি জানান, "দুর্ঘটনায় সিএনিজ চালকসহ আহত হন ৪ জন। পরে আহতেদর বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে বেহারনের মেয়ে ছবুরা(৫০)ও উপজেলার সরিফ সুঘাট গ্রামের আজিজুল হকের ছেলে জেল হোসেন(৪০)মারা যায়।দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক উপজেলার বিশ্বা গ্রামের নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শফি(৩০)ও অপর অজ্ঞাত(৪০)যাত্রী গুরুতর আহত হয়েছেন।"
পুলিশ জানিয়েছে, "সিএনজিটি উদ্ধার করা হয়েছে। তবে; যাত্রীবাহী কোচটি আটক করা সম্ভব হয়নি।"
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম