মংলায় সিমেন্ট কারখানার ছাদ ধসে বহু হতাহত
বাগেরহাটের মংলা সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন একটি ভবন ধসে অর্ধশতাধিক শ্রমিক আটকা পড়েছে। এর মধ্যে উদ্ধারকারী দল ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
পুলিশসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আরিফ নাজমূল হাসান ও মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন বড় ধরনের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ বৃহস্পতিবার দুপুরে ভবন ধসের ঘটনা ঘটে। তবে ভেতরে কত লোক আটকে আছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে প্রায় ২০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট ফায়ার স্টেশনের দায়িত্বরত ফায়ারম্যান শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম