রাষ্ট্রের প্রধান সমস্যা চিহ্নিত করতে হবে
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহামেদ বলেছেন, মোঘল সম্রাজের মতো এই রাষ্ট্রের পতন ঠেকাতে হলে আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা আমাদেরকেই চিহ্নিত করতে হবে। রাজনৈতিক সমস্যা সমাধানে নিজেদেরই এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্সে লাউঞ্জে লেখক-সাংবাদিক সাহাদাত হোসেন খানের দু’টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রকমারিডটকম আয়োজিত ‘মোঘল সাম্রাজের পতন’ ও ‘স্নায়ুযুদ্ধ’ বই দু’টির মোড়ক উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমাজউদ্দিন আহামেদ বলেন, ‘এ দেশের মানুষ ইতিহাস সচেতন না। আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। শিক্ষা নিতে হবে। দেশ প্রেম এমনি আসে না, এটিকে জাগ্রত করতে হয়।’
দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান লেফটেনেন্ট জেনারেল (অব.) এম নুরুদ্দিন খান।
অনুষ্ঠানে সাহাদাত হোসেন খানের বই দুটি নিয়ে আলোচনা করেন লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ তোশাররফ আলী, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মহাসচিব আলমগির শিকদার, ড. ফেরদৌস আহামদ কোরেশী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফই
নিউজবাংলাদেশ.কম