মান্নার জামিন নামঞ্জুর করেছেন আদালত
ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় গুলশান থানায় করা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার শাহ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
মান্নার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান তাঁর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
মান্নান খান আবেদনে বলেন, মান্না রিমান্ডে থাকাকালে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসা দরকার। তাই তার রিমান্ড বাতিল ও জামিন প্রয়োজন।
এর আগে ১১ মার্চ মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির আদালতকে লিখিতভাবে অবহিত করেন, রিমান্ডে থাকাকালে মান্নার বুকে ব্যথা অনুভূত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে পুনরায় আদালতকে জানানো হবে।
ঢাকা মহানগর হাকিম আতাউল হক ৭ মার্চ রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম