News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫১, ১২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩০, ১৭ জানুয়ারি ২০২০

খুলনা বিএমএ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

খুলনা বিএমএ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

খুলনা:  বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ আট বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

প্রতি দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। বিগত চারদলীয় জোট আমলে ২০০৫ সালে সর্বশেষ খুলনা বিএমএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সে মেয়াদ শেষ হয়েছে ২০০৭ সালে।

এ নির্বাচনে মূলত ১২টি পদে ২৪ সদস্যের দুটি পৃথক প্যানেল লড়ছে। এর একটির নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মনোনীত সভাপতি প্রার্থী ডা. শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মেহেদী নেওয়াজ। অপর প্যানেল সম্মিলিত চিকিৎসক পরিষদ (সচিপ) মনোনীতরা হলেন সভাপতি প্রার্থী ডা. রফিকুল হক খোকন, সাধারণ সম্পাদক প্রার্থী শেখ মোহাম্মদ আকতারুজ্জামান। নির্বাচনে মোট ভোটার এক হাজার ২ শ’ ২১ জন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন, বর্ষিয়ান চিকিৎসক ডা. মজিবুর রহমান। তার নেতৃত্বে ৩৬ সদস্যের নির্বাচনী প্যানেল নির্বাচন পরিচালনা করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়