News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৬, ১২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩০, ১৭ জানুয়ারি ২০২০

সুন্দরবনে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত, ৩ পুলিশ আহত

সুন্দরবনে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত, ৩ পুলিশ আহত

খুলনা: জেলার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনের হংসরাজ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আলী সানা (৩০) নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, তিনটি পাইপগান ও ১০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।

বন্দুকযুদ্ধে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মিঠুন কুমার দাশ, কনস্টেবল মিজান ও কনস্টেবল জিয়াউল আহত হয়েছেন। তারা জায়গীর মহল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার নিউজবাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরা নামক এলাকা থেকে রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আলী সানাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাত চারটার দিকে অস্ত্র উদ্ধারের জন্য সুন্দরবনের হংসরাজ চরে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে জলদস্যুরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে জলদস্যু হাসান আলী সানার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ কয়রা থানায় রয়েছে। সুরৎহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহত হাসান আলী সানা ৪নং কয়রার আব্দুল হালিম সানার ছেলে। তার বিরুদ্ধে কয়রা থানায় পাঁচটি ও দাকোপ থানায় একটি মামলা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়