জ্বালানি-বিদ্যুৎ ক্ষেত্রে অষ্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
ঢাকা: উন্নত বাংলাদেশ গড়তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অষ্ট্রেলিয়ার মেলবোর্নে মঙ্গলবার জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার সহযোগিতা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোনাস বিশ্ববিদ্যালয়, আরএমআইটি বিশ্ববিদ্যালয় ও অষ্ট্রেলিয়ার বাণিজ্য এবং পররাষ্ট্র বিষয়ক অধিদফতর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
নসরুল হামিদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ উৎপাদন কাঙ্খিত পর্যায়ে এসেছে। বর্তমানে উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখে জ্বালানি বহুমুখীকরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের দিকে বাংলাদেশের অর্জনও লক্ষণীয়। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা যাবে।”
এসময় বাংলাদেশের কয়লা উত্তোলন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনষ্টিটিউটের আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে অষ্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন নসরুল হামিদ ।
এছাড়া ‘কেপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে’র আওতায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করায় অষ্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসেন, মোনাস বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক জুলি উইলসন্স কক্স, আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর আলেকজান্ডার সুবিক এবং অষ্ট্রেলিয়ার বাণিজ্য ও পররাষ্ট বিষয়ক অধিদফতরের ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান সারা মরিয়ার্টি বক্তব্য রাখেন।
নিউজবাংলাদেশ.কম/জেএসি/এএইচকে
নিউজবাংলাদেশ.কম