News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ফলোআপ

গ্যাস পাইপে ফাটল, মেরামত হচ্ছে ৪দিন পর

গ্যাস পাইপে ফাটল, মেরামত হচ্ছে ৪দিন পর

সাভার: অবশেষে ফাটলের চারদিন পর সাভারের বংশী-তুরাগ নদীর সঙ্গমস্থলে নদীর তলদেশে গ্যাস পাইপ মেরামতের উদ্যোগ  নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা সাড়ে ছটার দিকে গ্যাস পাইপের সাথে ট্রলারের ঘর্ষণে এ ফাটল দেখা দেয়। এ ঘটনায় আশপাশের এলাকায় গ্যাস সংকট দেখা দেয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ বুধবার গ্যাস পাইপের ফাটল মেরামতের কাজ তারা শুরু করবে। রাত ১০টা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এব্যাপারে তিতাস গ্যাসের সাভার অঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শেখ আবু-রায়হান জানান,  ফাটলকৃত পাইপটি নদীর তলদেশে হওয়ায় পাইপটি মেরামত সহজসাধ্য হচ্ছে না। তাছাড়া পাইপটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপযুক্ত জনবল নেই তাদের।

উল্লেখ্য, গত রোববার সাভারে নদীর তলদেশে অবস্থিত তিতাস গ্যাস সরবরাহের পাইপে বালু ভর্তি ট্রলারের ঘর্ষণে ফাটল দেখা দেয়। এরপর থেকেই তিতাসের গাজীপুর অফিসের এক্সপার্ট টিমের সদস্যরা পানির নিচের ফাটলকৃত পাইপটি চিহ্নিত করার চেষ্টা চালায়।


নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়