News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ২০ এপ্রিল ২০২১

মুনাফা কমেছে গ্রামীণফোনের

মুনাফা কমেছে গ্রামীণফোনের

গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় মুনাফা কমেছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের। মঙ্গলবার (২০এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ২০১০ সালে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির প্রথম প্রান্তিকের (চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৯২ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমেছে ১ টাকা ৩২ পয়সা বা ১৭ শতাংশ।

৩১ মার্চ, ২০২১ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৯ পয়সা। যা গত বছর একই সময় ছিল ৩৬ টাকা ৩১ পয়সা।

এদিকে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২০ সালের জন্য পরিশোধিত মূলধনের ১৪৫ শতাংশ হারে (১০ টাকার প্রতি শেয়ারে ১৪.৫ টাকা) চূড়ান্ত আর্থিক লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে নগদ লভ্যাংশের পরে পরিশোধিত মূলধনের মোট চূড়ান্ত লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫ শতাংশ। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। এ হিসাবে ২০২০ সালে কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ৯৮.৮৬ শতাংশ।

সোমবার (১৯ এপ্রিল) গ্রামীণফোনের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এসব তথ্য জানানো হয়। গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এবং উপস্থিত শেয়ারহোল্ডার, কর্মী ও অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়