News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ৩১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:৩২, ১ ফেব্রুয়ারি ২০২১

দৈনিক লেনদেন তিন হাজার কোটি টাকা চায় বিএসইসি

দৈনিক লেনদেন তিন হাজার কোটি টাকা চায় বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে দৈনিক লেনদেন তিন হাজার কোটি টাকার ঘরে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার শামসুদ্দিন আহমেদ।

শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমএতে স্থিতিশীল পুঁজিবাজার গঠনে মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্যে করেন। 

কর্মশালায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) ৫৩ সদস্য অংশগ্রহণ করে। 

শামসুদ্দিন আহমেদ বলেন, “২০১০ সালে পুঁজিবাজারের মহাধসের এক দশক পর  সাম্প্রতিক উত্থান ও লেনদেনে যে গতি এসেছে, তাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় বিএসইসি।”

তিনি আরও বলেন, “পুঁজিবাজার বিগত সময়ে অনেক পিছিয়ে ছিল। নিয়ম নীতি সংশোধনের মাধ্যমে পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করা হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কাজ করছে কমিশন।”

বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, “কর্মশালার মাধ্যমে দক্ষতা উন্নয়নে যে উদ্যোগ নেয়া হয়েছে, তা প্রশংসনীয়। প্রশিক্ষণে পুঁজিবাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যা বিনিয়োগকারীদের সঠিক তথ্য প্রকাশে সহায়ক হবে।”

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র  রেজাউল করিম বলেন, “ব্যাংকের ঋণের সুদের হার এখন বিগত সময়ের তুলনায় অনেক কম। এতে পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে।”

আরও বলেন, “পুঁজিবাজারকে অটোমেশনের যে উদ্যোগ নেয়া হয়েছে, ইতোমধ্যে পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। বিও হিসেব খোলা, আইপিও আবেদন করাসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ডিমিউচুয়ালাইজেশন যে কারণে করা হয়েছে প্রকৃত পক্ষে তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। চেষ্টা করা হচ্ছে যাতে এর সুফল পাওয়া যায়।”

প্রশিক্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শাহিদুল ইসলাম, এপির ব্যুারো প্রধান জুলহাস আলম, আয়োজক সংগঠন সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড
 

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়