News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫০, ১৮ জানুয়ারি ২০২০

স্বল্পমূল্যে হেপাটাইটিস সি’র ট্যাবলেট

স্বল্পমূল্যে হেপাটাইটিস সি’র ট্যাবলেট

স্বল্পমূল্যে হেপাটাইটিস সি’র ট্যাবলেট বাজারজাত করেছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সোফসবুভির (জেনেরিক) নামে ট্যাবলেটটি বাজারজাত করা হচ্ছে। একে ইনসেপ্টার বড় ধরনের সাফল্য বলে উল্লেখ করেছে বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গ।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির জানিয়েছেন, গত মাসে এ ওষুধটি বাজারে ছাড়া হয়েছে। এ ওষুধ ব্যবহারে হেপাটাইটিস ‘সি’ চিকিৎসায় একজন রোগীর খরচ পড়বে ৬০ হাজার টাকা।  

যুক্তরাষ্ট্রের গিলিড সায়েন্সেস হেপাটাইটিস ‘সি’ নিরাময়ে তাদের পেটেন্ট করা ‘সোভালডি’ ট্যাবলেট এক হাজার ডলারে বিক্রি করে। অন্যদিকে, ইনসেপ্টার তৈরি করা সোফসবুভির (জেনেরিক) ট্যাবলেটের দাম ঠিক করেছে ১০ ডলার। গিলিড ওষুধটির একটি সাশ্রয়ী সংস্করণ বাজারে আনতে ভারতের ১১টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিলেও ইনসেপ্টা তাদের নিজস্ব উদ্যোগে তা করতে সফল হয়েছে।

এ প্রসঙ্গে ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে (এলডিসি) ফার্মাসিউটিক্যাল পেটেন্টের নিয়ম রক্ষা করার বাধ্যবাধকতা নেই। আর হেপাটাইটিস ‘সি’র ওষুধ তৈরির ক্ষেত্রে ইনসেপ্টা সেই সুযোগটিই কাজে লাগিয়েছে।

মুক্তাদির জানিয়েছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ডক্টরস উইদাউট বর্ডার ইতোমধ্যে আফ্রিকার জন্য ওষুধটি কিনতে চেয়ে আলোচনা শুরু করেছে।”

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের বাজারে ছয়শর বেশি ওষুধ ও পণ্য বিক্রি করছে। ইনসেপ্টা ২০১২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো আলাদা ভ্যাকসিন ইউনিট চালু করে যেখানে এখন সোয়াইন ফ্লুর ভ্যাকসিনও তৈরি হচ্ছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও তুরস্কসহ অন্তত ৪০টি দেশে কোম্পানিটি ওষুধ রপ্তানি করছে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়