News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১৩, ১৭ জানুয়ারি ২০২০

বিনিয়োগে উৎসাহী কানাডা সরকার

বিনিয়োগে উৎসাহী কানাডা সরকার

ঢাকা: দেশে পিপিপিভিত্তিক বিনিয়োগে উৎসাহ প্রকাশ করেছে কানাডা সরকার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে মন্ত্রী ওবায়দুল কাদের সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে এক সৌজন্য এ উৎসাহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নাধীন এবং গৃহীত প্রকল্পসমূহ নিয়ে আলোচনা হয়।

এসময় মন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সড়ক অবকাঠামো উন্নয়নে প্রস্তাবিত এক বা একাধিক প্রকল্পে কানাডা সরকারের অর্থায়নের প্রস্তাব করেন।

এসময় রাষ্ট্রদূত জানান, কানাডা সরকার পিপিপিভিত্তিক বিনিয়োগে উৎসাহি। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কানাডা সরকারের আগ্রহের কথাও তিনি এসময় ব্যক্ত করেন।

অর্থনীতির সম্ভাবনাময় খাতসমূহের উন্নয়নে দু’দেশের অব্যাহত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বেগবান হবে বলে এসময় আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়