News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৭, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০১:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

দরপতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু

দরপতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতন দিয়ে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন শেষ হয়েছে।

রোববার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধান শেয়ারবাজার ডিএসইতে গেল সপ্তাহে টানা পাঁচদিন দর হারানোর পর নতুন সপ্তাহের শুরুতেও তা অব্যহত রয়েছে। এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক কমেছে ৩৯ দশমিক ৯৪ পয়েন্ট।

রোববার ডিএসইতে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর হারিয়েছে। লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। এদিন দর বাড়ার শীর্ষে রয়েছে ইফাদ অটোস। অন্যদিকে দর হারানোর শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স।

ঢাকার বাজারে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন ১৭ কোটি টাকা কমে ২৪৯ কোটি ৬ লাখ টাকা হয়েছে।

লেনদেনে শীর্ষ থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাহজিবাজার, ইফাদ অটোস, শাশা ডেনিমস, লাফার্জ সুরমা, এস এ পোর্ট, আইডএলসি, ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার সিএসইএক্স সূচকের পতন হয়েছে ৪৯ দশমিক ৪৬ পয়েন্টের। দিনশেষে সূচক দাঁড়িয়েছে ৮ হাজার ৬১৭ দশমিক ৪১ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার।

লেনদেনে অংশ নেয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়