News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৯, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২০

বছরে বেচা-কেনা ৩৬ লাখের বেশি হলে ভ্যাট

বছরে বেচা-কেনা ৩৬ লাখের বেশি হলে ভ্যাট

ঢাকা: নতুন ভ্যাট আইনে অল্প পুঁজির ব্যবসায়ীদের এক বছরের বেচা-কেনা ২৪ লাখ টাকার পরিবর্তে ৩৬ লাখ টাকার বেশি হলে ভ্যাট দেয়ার পদ্ধিতি রাখা হচ্ছে। রোববার দুপরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআই সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমেদ।    

কাজি আকরাম বলেন, ‘২০১২ সালে যে ভ্যাট আইন হয়েছে তা নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু সেই আইন বিষয়ে আমরা (ব্যবসায়ীরা) আপত্তি জানিয়েছি। অর্থমন্ত্রী আমাদের জানিয়েছেন, ব্যবসায়ীদের যে আপত্তি আছে তা সমাধানের জন্য একটি কমিটি করে দেবেন। কমিটিতে এফবিসিসিআই, এনবিআর  এবং সরকার পক্ষ ছিল। কমিটির আলোকে একটা প্রতিবেদন হয়েছে। আমি বলেছি,  প্রতিবেদনের আলোকে ভ্যাট আইন করলে আমরা রাজি আছি। এ বিষয়ে তিনি (অর্থমন্ত্রী) আমাকে জানিয়েছেন, এখনই সবকিছু করা যাবে না। আগে ছোট ব্যবসায়ীদের জন্য ২৪ লাখ টাকার উপরে হলে ভ্যাট দিতে হতো। এখন তা ৩৬ লাখ টাকা করা হয়েছে।’

সরকারের ভ্যাট আইন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আপত্তি জানিয়ে ছিল। বর্তমানে এ সংস্থার মনোভাব জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি বলেন, আইএমএফ তো বলবে, কিন্তু আইএমএফের সবকিছুই কি শুনতে হবে!

তবে অর্থমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, আমরা তাদের বুঝানোর চেষ্টা করব, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এই। তাদের সঙ্গে মিটিংয়ে বলেছি অন্যান্য দেশে মাল্টিপল ভ্যাট আছে, তখন তারা (আইএমএফ) বলেছে আমরা তা দেখব।’

কাজি আকরাম বলেন, ‘আমাদের দেশে মাল্টিপল ভ্যাট ১৫ শতাংশ। এটি ভিন্ন ভিন্ন রেট করার জন্য আমরা অর্থমন্ত্রীকে প্রস্তাব করেছিলাম। অর্থমন্ত্রী বলেছেন, এটি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে না। ব্যবসায়ীবান্ধব ভ্যাট আইন হবে। তবে সেটা দ্রুত সময়ে হচ্ছে না, দীর্ঘ সময়ের মাধ্যমে হবে। তা হতে পারে ২০১৫-১৬, ২০১৬-১৭ অর্থবছরে। প্রতিটি বাজেটে একটু একটু করে যুক্ত করব। বাজেটের মাধ্যমেই আস্তে আস্তে বাস্তবায়ন করবে। তা এমন হবে, যাতে ব্যবসায়ীদের নিকট সহনিয় হয় এবং সরকারও কর পায়। তা বিবেচনা করেই বাস্তবায়ন করা হবে। এর অর্থ ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয়, অন্যদিকে সরকারও যাতে ভ্যাট পায়।’

নিউজবাংলাদেশ.কম/জেএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়