রপ্তানি আয়ে দ্বিতীয় মৎস্য খাত
ঢাকা: রপ্তানি আয়ের দিক থেকে মৎস্য খাত দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
বুধবার মৎস্য ভবনের সম্মেলনকক্ষে “বাংলাদেশ মৎস্য উন্নয়ন:সমস্যা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং সুপারিশ” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। মৎস্য অধিদপ্তরীয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, “মৎস্য অধিদপ্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় রপ্তানি আয়ে মৎস্য খাত দ্বিতীয় বৃহৎ খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। মৎস্য খাত জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
সমুদ্র বিজয়ের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “বিজয়ের মাধ্যমে প্রাপ্ত সমুদ্র এলাকায় সরকার মৎস্য সম্পদের অবস্থা এবং অবস্থান নিরূপনের চেষ্টা করছে। অর্জিত বিশাল সমুদ্রে মৎস্য সম্পদের বর্তমান অবস্থা, কত গভীরতায় মাছের প্রাচুর্যতা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ আহরণ এবং সংরক্ষণের জরিপ কাজের জন্য সরকার মালয়েশিয়ায় তৈরি অত্যাধুনিক সামুদ্রিক জাহাজ ‘মীন সন্ধানী’ আগামী মাসে দেশে আসবে। সেজন্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মৎস্যখাতকে আরো এগিয়ে নিতে হবে।”
সাবেক মহাপরিচালক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ এবং সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক সেলিম বক্তৃতা করেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম