আমানতে সুদ হার কমালো রাষ্ট্রায়ত্ব ব্যাংক
ঢাকা: স্থায়ী আমানতের সুদ হার কমিয়েছে সরকারি মালিকানাধীন ৪ বাণিজ্যিক ব্যাংক। নতুন সুদ হার ইতিমধ্যে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত সুদ হার অনুযায়ী রুপালী, সোনালী ও অগ্রণী ব্যাংকের ৩ মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদের আমানতের সুদ হার ৭ দশমিক ৫০ শতাংশ করেছে রুপালী ব্যাংক। যা আগে ছিল ৮ শতাংশ। কস্ট অব ফান্ড কমিয়ে আনার জন্যই সুদহার কমানো হয়েছে বলে জানা গেছে।
একইভাবে ৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম মেয়াদী আমানতের নতুন নির্ধারিত সুদ হার ৮ শতাংশ, যা আগে ছিলো ৮ দশমিক ৫০ শতাংশ। আর এক বছর বা তার বেশি মেয়াদী আমানতে নতুন করে ৮ দশমিক ৫০ শতাংশ সুদ হার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ৯ শতাংশ। অগ্রণী, সোনালী ও রুপালী ব্যাংক একই হারে সুদ হার নির্ধারণ করেছে।
অন্যদিকে জনতা ব্যাংক ৩ মাসের বেশি ৬ মাসের কম মেয়াদী আমানতের সুদ হারে পরিবর্তন করেনি। ৬মাসের বেশি এক বছরের কম মেয়াদী আমানতের সুদ দশমিক ২৫ শতাংশ সুদ হার কমিয়ে ৮ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে।
এক বছরের বেশি মেয়াদী আমানতের সুদ ৯ শতাংশ থেকে কমানো হয়েছে দশমিক ৫০শতাংশ। দেশে থাকা ৫৬টি ব্যাংকের বর্তমানে ৯ হাজারের বেশি শাখা রয়েছে। এরমধ্যে এই ৪টি ব্যাংকের শাখা ৩ হাজারেরও বেশি।
নিউজবাংলাদেশ.কম/ এমএ/ এমএম
নিউজবাংলাদেশ.কম