জাহিন স্পিনিং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
ঢাকা: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং। ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই ২০১৪- সেপ্টেম্বর ২০১৪) ৩ মাসে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ ৯ হাজার টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে শুণ্য দশমিক ২১ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত ৩ মাস (জুলাই ২০১৪- সেপ্টেম্বর ২০১৪) সময়ের জন্য কর-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ২৯ মিলিয়ন টাকা এবং বেসিক ইপিএস ০ দশমিক ২১ টাকা। ২০১৩ সালের একই সময়ে কর-পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১ দশমিক ৬৩ মিলিয়ন টাকা এবং বেসিক ইপিএস ছিল টাকা ০ দশমিক ০৩ টাকা।
কোম্পানির শেয়ারপ্রতি আয় ওয়েটেড এভারেজ আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ারের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে। ২০১৩ এবং ২০১৪ সালে আইপিও-পূর্ববর্তী শেয়ার সংখ্যা ছিল ৫২ কোটি ৮ লাখটি। আর ৩০ সেপ্টেম্বর ২০১৪ সালে সমাপ্ত ৩ মাসে আইপিও-পরবর্তী ৬৪ কোটি ৮ লাখ সংখ্যক শেয়ারের ওপর ভিত্তি করে বেসিক ইপিএস হবে ০ দশমিক ১৭ টাকা।
প্রকাশিত তথ্য বলা আছে, ০১ জানুয়ারি ২০১৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত ৯ মাসে কর-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লাখ টাকা। বেসিক ইপিএস ১ দশমিক ২২ টাকা। পূর্ববতী বছরের একই সময়ে এর পরিমান ছিল, কর-পরবর্তী মুনাফা ৬৮ লাখ ৪ হাজার টাকা এবং বেসিক ইপিএস ০ দশমিক ১৩ টাকা।
কোম্পানিটির আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ার ছিলো ৫২ কোটি ৮ লাখ। আর ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষে আইপিও-পরবর্তী শেয়ার সংখ্যা ৬৪ কোটি ৮ লাখ। এই হিসেবে শেয়ারপ্রতি আয় ০ দশমিক ৯৯ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হবে ১২ দশমিক ৩০ টাকা।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে
নিউজবাংলাদেশ.কম