News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ২ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১৪, ১৭ জানুয়ারি ২০২০

অর্থমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের কয়েকটি প্রস্তাব

অর্থমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের কয়েকটি প্রস্তাব

ঢাকা: রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতি কাটিয়ে উঠতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছেন ব্যবসায়ী নেতারা।

সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অর্থমন্ত্রীর সাথে নির্ধারিত বৈঠকে ব্যবসায়ীরা এসব প্রস্তাব তুলে ধরেন।

চলমান বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে তুলে ধরা এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো- ৫ বছর প্রকল্পমেয়াদি ঋণ ৩ বছর বৃদ্ধি করে ৮ বছরের ভিত্তিতে পরিশোধের সুযোগ, রফতানি শিল্পকে সুরক্ষা দিতে আগামী ৩ বছরের জন্য সকল প্রকার রফতানিতে রফতানির (এফওবি) ওপর ১ শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা, গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে বিআরপিডি সার্কুলার নং-৪ অনুয়ায়ী ৫০০ কোটি ও তদুর্ধ্ব ঋণ পুন:তফসিলি করার জন্য যে সময়ের সুযোগ দেওয়া হয়েছে তা সব রফতানিকারকদের ক্ষেত্রে কার্যকর করা প্রভৃতি।

ব্যবসায়ী নেতারা বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে যে ক্ষতি হয়েছে সে কারণে তারা গভীর অসহায়ত্ব বোধ করছেন।

বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ প্রমুখ।

নিউজবাংলাদেশডটকম/জেএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়