News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০১, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

ঢাকা ও চট্টগ্রামে শুক্র-শনি খোলা থাকবে ব্যাংক

ঢাকা ও চট্টগ্রামে শুক্র-শনি খোলা থাকবে ব্যাংক

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জামানতের টাকা জমা দেয়ার স্বার্থে ঢাকা ও চট্টগ্রামের মহানগরের সব তফসিলি ব্যাংক আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

সোমবার (২৩ মার্চ) সিটি নির্বাচনকে কেন্দ্র করে চলতি সপ্তাহের শুক্র ও শনিবার ঢাকা-চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর একদিন পরেই কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ জারি করে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বলা আছে, ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে অর্ডার বা কোন তফসিলি ব্যাংকের রশিদ সংগ্রহের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়