News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০১, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০২০

বাংলাদেশ থেকে আমদানি বাড়াবে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ থেকে আমদানি বাড়াবে দক্ষিণ আফ্রিকা

ঢাকা: রফতানিযোগ্য পণ্যের আমাদিন বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার কিউএম ডয়েজ। আজ মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে তার দপ্তরে সাক্ষাতে তিনি এ ঘোষণা দেন।

সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি এসময় উপস্থিত ছিলেন।

কিউএম ডয়েজ বলেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য ও সিরামিক আমদানি করছে। বাংলাদেশ থেকে এসব পণ্য আরো বেশি করে আমদানি করা হবে।

দক্ষিণ আফ্রিকা থেকে ইউরিয়া সার ও সুগার বিট আমদানি করতে তিনি এসময় শিল্পমন্ত্রীকে প্রস্তাব দেন। জবাবে শিল্পমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জি টু জি) ইউরিয়া সার আমদানির সম্ভাব্যতা শিল্প মন্ত্রণালয় যাচাই করে দেখবে। প্রস্তাবটি বাংলাদেশের অনুকূলে হলে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় আমু বলেন, রাষ্ট্রায়ত্ত একটি চিনিকলে পরীক্ষামূলকভাবে সুগারবিট থেকে চিনি উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটি সফল হলে সব চিনিকলেই সুগারবিট থেকে চিনি উৎপাদন করা হবে। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা থেকে সুগারবিট আমদানির প্রস্তাব বিবেচনা করা হবে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়