এআইআইবিকে সহযোগিতা করতে আইএমএফের আগ্রহ প্রকাশ
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে (এআইআইবি) সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চীনের রাজধানী বেইজিংয়ে চায়না ডেভেলপমেন্ট ফোরামের এক অনুষ্ঠানে আইএমএফের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে এ কথা বলেছেন। বিবিসি।
ক্রিস্টিন ল্যাগার্দে বলেছেন, ‘আইএমএফ অত্যন্ত আনন্দের সঙ্গে এআইআইবিকে সহযোগিতা করবে। বিশ্বের অবকাঠামো উন্নয়নে সঙ্গী হিসেবে এআইআইবির সঙ্গে কাজের বিশাল সুযোগ আছে আমাদের।’
মূলত চীনের এ উদ্যোগেই এআইআইবিকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে আইএমএফ। এ উদ্যোগকে সমর্থন জানিয়েছে ৩০টির বেশি দেশ।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকও চীনের এ উদ্যোগকে স্বাগত জানাবে বলে আশা প্রকাশ করেন আইএমএফপ্রধান।
তবে শুরু থেকেই এ উদ্যোগের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ব্যাংকে গত সপ্তাহে যুক্তরাজ্য যোগ দেওয়ার ঘোষণা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এআইআইবি বিশ্বব্যাংকের কর্তৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে চীনের প্রভাব বাড়াতে ভূমিকা রাখবে বলে যুক্তরাষ্ট্র এর বিরোধীতা করে আসছে। এই ব্যাংকে যোগ না দেওয়ায় অটল রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
পাঁচ হাজার কোটি ডলার প্রাথমিক তহবিল নিয়ে এ ব্যাংক গঠনের উদ্যোগ শুরু হয়েছিল ২০১৪ সালে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই এ ব্যাংক গঠনের কথা বলছে চীন। ৎ
এশিয়ার দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্সের মতো দেশও ব্যাংকটির সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে। নতুন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ৩১ মার্চ পর্যন্ত যোগ দেওয়া যাবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম