জমি কিনবে সানলাইফ ইন্স্যুরেন্স
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জমি ক্রয় করার ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) জানিয়েছে।
সূত্র জানায়, রাজধানীর মহাখালী এলাকায় (সাবেক তেজগাঁও) কোম্পানিটি ৮ কাঠা ৬ ছটাক এবং ১৭ বর্গফুট জমি ক্রয় করবে। রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ বাদে এতে ব্যয় হবে ৪ কোটি ৫১ লাখ টাকা।
২০১৩ সালে সানলাইফ ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফই
নিউজবাংলাদেশ.কম