১২০৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
ঢাকা: এক হাজার ২০৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মোট পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক আয়োজিত এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে এক হাজার ১৭০ কোটি ৫৬ লাখ টাকা। আর অন্য সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩৪ কোটি ৯৮ লাখ টাকা।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফই
নিউজবাংলাদেশ.কম