রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতার আশ্বাস কানাডার
ঢাকা: বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসা করে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোইত পিয়েরে লারামি বলেছেন, ২০২১ সালের মধ্যে বিজিএমইএ ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানির যে লক্ষ্যমাত্রা তা পূরণে কানাডা সরকার সহযোগিতা করবে।
সোমবার দুপুরে বিজিএমইএ কনফারেন্স লাউঞ্জে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোইত পিয়েরে লারামি এ আশ্বাস দেন।
কানাডিয়ান হাইকমিশনার বলেন, “বাংলাদেশ ২০২১ সালে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে সহায়তা করবে। আর মধ্য আয়ের দেশে পরিণত হলে দেশটি আর শুক্তমুক্ত সুবিধা পাবে না। তাই এ খাতের উন্নয়নে যা দরকার তাতে এখনই নজর দিতে হবে। কারখানার কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। রানা প্লাজার মতো দ্বিতীয় কোনো ঘটনা যেন আর না ঘটে সে দিকে নজর দিতে হবে।’
সভায় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে গার্মেন্টস সেক্টর থেকে। এ সেক্টর কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ফলে দেশে বেকার সংখ্যা কমেছে। গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিক-কর্মচারীর মধ্যে ৮০ শতাংশই নারী।”
অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, সাবেক দ্বিতীয় সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম