News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৪, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০২০

ড. ইউনূসকে এনবিআরের চিঠি

ড. ইউনূসকে এনবিআরের চিঠি

ঢাকা: ক্ষুদ্রঋণের প্রবক্তা ও গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ‘শান্তিতে নোবেল বিজয়ী’ ড. মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগত বকেয়া কর দিতে ২৯ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আমন্ত্রণ জানানো হয়েছে। এনবিআরের কর অঞ্চল-৬ এর ১৪৪ নম্বর সার্কেল থেকে ইউনূসকে এ চিঠি পাঠানো হয়েছে।

সূত্র জানায়, ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত নিয়মিত করদাতা। তবে তাঁর কিছু কর বকেয়া রয়েছে। এ বিষয়টি নিয়ে তিনি আদালতেও গেছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, ড. ইউনূসের বকেয়া করের পরিমাণ ১৩ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা। বিভিন্ন সময়ে তিনি যে সব পুরস্কার ও সম্মানী পেয়েছেন সে অর্থের ওপর এই কর নির্ধারণ করা হয়েছে। এ কর আদায়ে গত তিন অর্থবছর ধরে আলোচনা চালিয়ে আসছে এনবিআর। এখন বকেয়া কর নিস্পত্তির জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের সূচনা থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের মার্চে তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে আদালতে গেলেও ওই পদে তিনি আর ফিরতে পারেননি।

নিউজবাংলাদেশ.কম/জেএসে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়