News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০২০

অলিম্পিক এক্সেসরিজের আইপিও আবেদন শুরু ১৯ এপ্রিল

অলিম্পিক এক্সেসরিজের আইপিও আবেদন শুরু ১৯ এপ্রিল

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হবে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের। কোম্পানিটি অভিহিত মূল্যে অর্থাৎ ১০ টাকা দরে ২ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন ফ্যাক্টরি বিল্ডিং তৈরি, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯তম কমিশন সভায় অলিম্পিক এক্সেসরিজের আইপিও অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, কোম্পানিটির আইপিও আবেদন ১৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ২ মে পর্যন্ত। ইতোমধ্যে কোম্পানির প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩৪ টাকায়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়