News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০২০

ভিয়েতনামকে বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান

ভিয়েতনামকে বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামকে বাণিজ্যিক ঘাটতি কমানোর আহ্বান জানিয়েছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি যোগ্য পণ্য ও ওষুধ আমদানির জন্য দেশটিকে আহ্বান জানান তিনি।

সোমবার মতিঝিল ফেডারেশন ভবনে সফররত ভিয়েতনামের বাণিজ্য ও শিল্প বিষয়ক ডেপুটি-মিনিস্টার হোয়াং কুয়ক ভুয়ংয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীসহ সংগঠনটির বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজী আকরাম বলেন, “ভিয়েতনাম বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু। ব্যবসা-বাণিজ্যের দিক থেকে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। ভিয়েতেনামের বাংলাদেশের চামড়া ও চামড়াজ পণ্য, সিরামিক, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য, তৈরি পোশাকের চাহিদা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধের গুরুত্ব রয়েছে অনেক। কিন্তু সম্প্রতি সময়ে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি দেখা দিয়েছে। বিপরীতে বাংলাদেশ ভিয়েতনাম থেকে অনেক বেশি পণ্য আমদানি করে থাকে। এ ঘাটতি কমানোর জন্য পারস্পারিক সহযোগিতা দরকার। আমি মনে করি দুই দেশের কূটনীতিকদের মাধ্যমে এ ঘাটতি কমিয়ে আনা সম্ভব।”

বাংলাদেশ ও ভিয়েতনামের আমদানি রপ্তানি চিত্রে দেখা গেছে, ১৯৯০-৯১ অর্থবছর থেকে ২০০৭-০৮ অর্থ বছরের ভিয়েতনামে বাংলাদেশ রপ্তানিতে এগিয়ে ছিল। কিন্তু এর পর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের রপ্তানি কমেছে। ২০১৩-১৪ অর্থ বছরে ভিয়েতনাম থেকে বাংলাদেশ আমদানি করেছে ৫৮ কোটি ২২ লাখ ৪ হাজার টাকা, অন্যদিকে রপ্তানি করেছে মাত্র ৫ কোটি ৫৯ লাখ ৬ হাজার টাকা। এ হিসেবে রপ্তানি ঘাটতি রয়েছে মোট ৫২ কোটি ৬২ লাখ ৮ হাজার টাকার।

হোয়াং কুয়ক ভুয়ং বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ভিয়েতনামের স্বাধীনতার ইতিহাসের গভীর মিল রয়েছে। দুই জাতিই লড়াই সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশ ও ভিয়েতনাম উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। দুই দেশ পারস্পারিক সহযোগিতার মধ্যে আরো এগিয়ে যাবে। আমি আশা করি, বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের ব্যবসা-বাণিজ্য আরো বাড়বে। একে অপরকে সহযোগিতার মাধ্যমে লক্ষ্যে পৌঁছাবে।”

নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়