News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৩, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১২, ১৭ জানুয়ারি ২০২০

চিনি চাষীদের জন্য মাঠ দিবস

চিনি চাষীদের জন্য মাঠ দিবস

ঝিনাইদহ: ঝিনাইদহে ‘বাংলাদেশ ট্রপিক্যাল সুগার বিট উৎপাদন সম্ভাবনা’ শীর্ষক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কালীগঞ্জ সাবজোন সংলগ্ন ফার্মের মাঠে চিনি চাষীদরে জন্য ব্যতিক্রমধর্মী এ দিবসটি পালিত হয়।

দিবস পালন অনুষ্ঠানে বিএসআরআই মহাপরিচালক ড. মু খলিলুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, ঈশ্বরদীর বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মাইদুর রহমান, জিএম ( কৃষি) সঞ্জিত কুমার দত্ত, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী প্রমুখ।

সভায় বক্তরা বলেন, “কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আওতায় যে আখ উৎপাদন হয়, তা দিয়ে কোনো রকম ৩/৪ মাস মিল চলে। এতে মৌসুমী কর্মচারীরা মাত্র ৩/৪ মাস চলতে পারে। তাই সারা বছর চিনি উৎপাদন অব্যাহত রাখতে এবং শ্রমিকদের কথা বিবেচনা করে আখের বিকল্প হিসেবে সুগার বিটের মাধ্যমে চিনি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে চিনিকল কর্তৃপক্ষ ফার্মের মাঠে সুগার বিটের চাষ করেছে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়