বাংলাদেশে বিনিয়োগে ‘বাধা’ রাজনৈতিক অস্থিতি
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নেতৃস্থানীয় দেশটির তরুণ উদ্যোক্তারা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছেন ঢাকায় এক অনুষ্ঠানে।
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে মঙ্গলবার বনানীর একটি হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) আয়োজিত এক মতবিনিময় সভায় আসেন জাপানের তরুণ উদ্যোক্তারা।
তারা বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আশির দশকে যে দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ছিল, সেই অবস্থা বর্তমানে ভালোভাবেই কাটিয়ে উঠছে।
সভায় জেটরোর অ্যাসিসটেন্ট রিপ্রেজেনটেটিভ ম্যারি তানাকা বলেন, “বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনোদিক থেকেই পিছিয়ে নেই। তবে আমাদের পর্যবেক্ষণ, এখানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক অস্থিতিশীলতা।”
নিউজবাংলাদেশ.কম