News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১২, ১৭ জানুয়ারি ২০২০

অস্ত্র রপ্তানিতে তৃতীয় স্থানে চলে এসেছে চীন

অস্ত্র রপ্তানিতে তৃতীয় স্থানে চলে এসেছে চীন

টানা পঞ্চমবারের মতো অস্ত্র রপ্তানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তার পরেই রাশিয়ার অবস্থান। তবে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছে চীন।

সুইডেনের গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই)  বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পাঁচ বছরের অস্ত্র রপ্তানি বাজার পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওয়ালস্ট্রিট জার্নাল, বিবিসি।

এসআইপিআরআই জানায়, তালিকায় চীনের অবস্থানগত অগ্রগতি হলেও বিক্রির পরিমাণের দিক থেকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ব্যবধান এখনও অনেক। তালিকায় থাকা শীর্ষ পাঁচটি দেশ বিশ্ব অস্ত্র রপ্তানির ৭১ শতাংশ সরবরাহ করে থাকে।

এসআইপিআরআইর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ পাঁচ বছরে বিশ্বে অস্ত্র রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ। চীনের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৪৩ শতাংশ। একই সময়ে জার্মানির অস্ত্র রপ্তানি কমেছে ৪৩ শতাংশ, আর ফ্রান্সের ২৭ শতাংশ।

চীনা অস্ত্রের দুই-তৃতীয়াংশই এশিয়ার তিন দেশ, পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমার- এ রপ্তানি করা হয়। পাশাপাশি ওই বছরগুলোতে আফ্রিকা মহাদেশের ১৮টি দেশ চীনা অস্ত্র ক্রয় করছে।

এসআইপিআরআইর জ্যেষ্ঠ গবেষক সিমন ওয়েজেম্যান বলেন, “১০-১৫ বছর আগের তুলনায় চীনের তৈরি পণ্যগুলো গুণগতমানের দিক থেকে অনেক উন্নত। পশ্চিমা দেশগুলোসহ রাশিয়ার তৈরি অস্ত্র ব্যবহারে অভ্যস্ত ক্রেতারাও অপেক্ষাকৃত কম মূল্যের কারণে চীনের দিকে ঝুঁকছে।”

উল্লেখ্য, অস্ত্র রফতানির পরিমাণ প্রতিবছরই ওঠানামা করায় এসআইপিআরআই পাঁচ বছরের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করে থাকে। এছাড়া,  আর্থিক মূল্য নয়, অস্ত্র রপ্তানির পরিমাণের ওপর এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করে এসআইপিআরআই।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়