সূচক ৪ হাজারের নিচে
শেয়ারবাজার মন্দা, বিএসইসিকে স্মারকলিপি
ঢাকা: শেয়ারবাজারে চলমান মন্দা অবস্থার উত্তরণে এবং বাজারের স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
সোমবার শেয়ারবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করে। পরে ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি মিজানুর রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক ১৯ দফার স্মারকলিপি দেন।
লেনদেন শুরুর থেকে সূচকের পতন হতে থাকে। দিনশেষে ডিএসই সূচকের পতন ঘটে ৫৮ দশমিক ৩৯ পয়েন্টের। এর ফলে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সাড়ে ৪ হাজার পয়েন্টে নিচে নেমে আসে। যা ২০১৫ সালের প্রথম ঘটলো, এর আগে গত বছর ৭ আগস্ট সূচক এ পর্যায়ে আসে।
লেনদেন শেষে ডিএসইএক্স ৪ হাজার ৪৭৭ দশমিক ৯৯ পয়েন্টে এসে দাঁড়ায়। এ নিয়ে টানা ৫ দিন পতন দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের সোমবারের লেনদেন। তবে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। এ বাজারে সোমবারের মোট লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৭১ লাখ টাকা।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রেকিট বেঙ্কাইজারের। অপরদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে সিঙ্গার বিডি।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিএসইএক্স সূচক ৭৩ দশমিক ৫ পয়েন্ট কমে দিনশেষে ৮ হাজার ৩১১ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম