News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১২:১১, ১৮ জানুয়ারি ২০২০

ব্যবসায়ীদের ক্ষতি করবেন না: এফবিসিসিআই

ব্যবসায়ীদের ক্ষতি করবেন না: এফবিসিসিআই

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমেদ  ব্যবসায়ীদের ক্ষতি না করতে দেশের রাজনৈতিক নেতাদের আহবান জানিয়ে বলেছেন, ‘রাজনীতির জায়গায় রাজনীতি রাখুন, ব্যবসায়ীদের ক্ষতি করবেন না। হরতাল অবরোধে ব্যবসায়ীদের যে বড় ধরনের ক্ষতি হচ্ছে, কোনো রাজনৈতিক নেতার এত ক্ষতি হয়েছে কি না জানা নেই। তাই অনুরোধ করবো হরতাল অবরোধ প্রত্যাহার করে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিন।”

সোমবার মতিঝিল ফেডারেশন ভবনে ‘কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস’ এর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী।
 
দেশের অপরাজনীতির নামে যে কর্মসূচি চলছে তার জন্য সবচাইতে বেশি ক্ষতি হয়েছে ব্যবসায়ী সমাজের এমন দাবি করে তিনি বলেন, “ব্যবসায়ী সম্প্রদায় দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছে। তবে যতটুকু চেয়েছিলাম আপনারা রাজনীতির নামে যা করছেন তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ী সমাজ। রাজনীতিকভাবে কেউ দেশকে দখল করতে পারে না। কোনো দেশকে দখল করতে চাইলে প্রয়োজন অর্থনৈতিক উন্নয়ন।”
 
এফবিসিসিআই সভাপতি বলেন, “ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র দায়িত্ব পালন কালে বর্তমান পরিচালনা পর্ষদ দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করেছে। এসময় সব ব্যবসায়ীদের উপকার করতে না পারলেও কোন ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে এমন কোন কার্যক্রম হাতে নেয়নি।”

তিনি বলেন, “যাদের উদ্দেশে এ অনুষ্ঠান তারা বিভিন্ন চেম্বার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। দেশের বিভিন্ন চেম্বারের জন্য সফল কাজ করার জন্য মনোয়ারা হাকিম আলীকে ধন্যবাদ জানাই। আমি উনার কাজে সহযোগিতা করেছি। আমরা (এফবিসিসিআই) কোনো কাজের সুযোগ পেলে তা বাধা দেইনি, কাজ করেছি। দায়িত্ব পালন কালে সকল ব্যবসায়ীদের উপকার করতে না পারলেও কারো কোন ক্ষতি করিনি বা ক্ষতি হয়েছে এমন কোন সিদ্ধান্ত নেয়নি এফবিসিসিআই।”

এফবিসিসিআই সভাপতি বলেন, “বর্তমান পরিচালনা পর্ষদ আসার পর তেমন কাজ করতে পারিনি। তবে যাবার বেলায় কিছু কাজ করে যাচ্ছি। এর মধ্যে এফবিসিসিআইর নিজস্ব ভবনের কাজ প্রায় শেষ দিকে। আশা করি নিজস্ব ভবন উদ্ভোধন করে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারবো।”

দেশের চেম্বারগুলোর জন্য এফবিসিসিআই এর পক্ষ থেকে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে দাবি করে সভাপতির বক্তব্যে মনোয়ারা হাকিম আলী বলেন, “সরকারের পক্ষ থেকে এফবিসিসিআই অধিভূক্ত চেম্বারের অবকাঠামোগত উন্নয়নে যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে সেই অর্থ দিয়ে এফবিসিসিআই এক যুগান্তকারী কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রায় প্রতিটি চেম্বারকে চাহিদানুযায়ি জমি ক্রয়সহ ভবন নির্মাণ করে দেয়া হয়েছে, ভবন মেরামত ও সংস্কার করে দেয়া হয়েছে। প্রতিটি চেম্বারকে কোনো না কোনভাবে সহায়তা করা হয়েছে। এফবিসিসিআই এর এইসব কার্যক্রম পাশাপাশি সরকারের জন্য একটি বিরাট সাফল্য হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে এফবিসিসিআই সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পরিচালকবৃন্দসহ এফবিসিসিআইয়ের অধিভুক্ত জেলা চেম্বারের সভাপতিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস’ দেশের সব চেম্বারের সভাপতিদের সমন্বয়ে গঠিত ব্যবসায়িক ফোরম। এ ফোরাম বিভিন্ন সময়ে দেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করে সরকারের নিকট উপস্থাপন করে থাকে। এর মধ্যে জেলা পর্যায়ের স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক সর্বপরি জেলাসমূহের উন্নয়নে সরকারকে নানা পারামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়