‘আন্দোলনের কিছুই দেখি না, দেখি শুধু ধ্বংস’
ঢাকা: এখনো সময় আছে আপনারা সহিংসতা বন্ধ করুন। আন্দোলনের কিছুই দেখি না, দেখি শুধু অর্থনীতির ধ্বংস। অযৌক্তিক আন্দোলন করে যৌক্তিক সমাধান হবে না। বিএনপির উদ্দেশে একথা বলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে নিউজ ম্যাগাজিন টাইমওয়াচের উদ্যোগে আয়োজিত অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব শীর্ষক সংলাপে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি জানান, চলমান হরতাল-অবরোধে জাতীয় বাজেটের প্রায় অর্ধেক সমপরিমাণ ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যোগাযোগ খাতে।
তিনি বলেন, সরকারের কাছে আমাদের দাবি নিরাপত্তা। তারা ক্ষমতায় আছেন। এ দেশের দায়িত্ব যখন তারা নিয়েছেন তখন তাদের দায়িত্ব হলো ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়া।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএফবি প্রেসিডেন্ট হাফিজুর রাহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মো. মজিবুর রাহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন অ্যামচেমের প্রেসিডেন্ট আফতাব উল ইসলাম, রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর সামসুল আলাম, বারভিডার প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজ ম্যাগাজিন টাইমওয়াচের উপদেষ্টা সম্পাদক বজলুর রায়হান।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম