দেশে এলো মিয়ানমারের চাল
ফাইল ছবি
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল, কমতে পারে দাম
গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান এটি।
শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ১১ জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চালের একটি চালান এসেছিল। ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান ছিল সেটি।
তারআগে ২৬ ডিসেম্বর এসেছিল ২৬ হাজার ৬৯০ টনের প্রথম চালান। এছাড়া পাকিস্তান থেকে চাল আনতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার।
নিউজবাংলাদেশ.কম/পলি