News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৬, ১২ জানুয়ারি ২০২৫

১১ দিনে প্রবাসী আয় এলো ৮৯৮৬ কোটি টাকা

১১ দিনে প্রবাসী আয় এলো ৮৯৮৬ কোটি টাকা

ফাইল ছবি

বৈধপথে জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার (যা দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা হিসাবে যার পরিমাণ ৮ হাজার ৮৩৯ কোটি টাকা)।  দৈনিক গড় হিসাবে ৬ কোটি ৬৯ লাখ ডলার এসেছে।

রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়