চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় চাল
ছবি: সংগৃহীত
উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ৪ লাখ ৯৩ হাজার ৮০০টি সিদ্ধ চালের বস্তা নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে ব্লেজ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি তানাইস ড্রিম’। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারত থেকে আসা চালের প্রথম চালান।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭টায় চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজটি পৌঁছেছে বলে জানিয়েছেন চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
তিনি জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম নামে জাহাজটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ২২ ডিসেম্বর সকাল ৯টা ৫৩ মিনিটে রওনা দেয়। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে বুধবার রাত ৭টায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা থেকে ৬টার দিকে ‘অন বোট’ করার কথা রয়েছে। কুয়াশার ওপর নির্ভর করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর বা ৯ নম্বর জেটিতে চালগুলো খালাস করা হবে। পর্যায়ক্রমে আরও চাল আসবে।
এমভি টানিস ড্রিম নামের ওই জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ শিপিং লাইনসের কর্ণধার মো. আলী আকবর গণমাধ্যমকে জানিয়েছেন, চাল বহনকারী জাহাজটি ভারতের কাকিনাদা বন্দর থেকে রওনা হয়ে বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে। এর মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারের চুক্তির আওতায় বন্দরে এই প্রথম কোনো চালের জাহাজ আসলো।
নিউজবাংলাদেশ.কম/পলি