News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২০, ১৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২০:২১, ১৫ ডিসেম্বর ২০২৪

দুই সপ্তাহে প্রবাসী আয় এলো ১৩৮ কোটি ডলার

দুই সপ্তাহে প্রবাসী আয় এলো ১৩৮ কোটি ডলার

ফাইল ছবি

চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স (প্রবাসী আয়) এলো ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা)।

রবিবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালানাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার।

এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৬ কোটি পাঁচ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮০ হাজার ডলার।

চলতি ডিসেম্বরের ১৪ দিনের প্রতিদিন গড়ে এসেছে নয় কোটি ৮৬ কোটি  ৬৮ হাজার ৫৭১ ডলার, যা আগের মাস বা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।

এর আগে নভেম্বরে মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল সাত কোটি ৩৩ লাখ ৭০০ হাজার  ডলার। আগের বছরেই ডিসেম্বর মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়