৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো সাবমেরিন ক্যাবলস
ছবি- সংগৃহীত
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) শেয়ার হোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
প্রতিষ্ঠানটির ১৬তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৭ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় বিধিবদ্ধ অপরাপর বিষয়ের পাশাপাশি ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারগণের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য মো. জানে আলম, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ব্রিগেডিয়ার জেনারেল ইকরাম আহমেদ ভূঁইয়া, বিদ্যুৎ চন্দ্র আইচ, যুগ্মসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, মো. মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ